বরিশালে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বরিশালে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান - Shera TV
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

বরিশালে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারের বিউটি রোডের সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর দক্ষিন চকবাজার এলকার বিউটি রোডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কর্পোরেশন সূত্রে জানা গেছে, উক্ত এলাকবাসীর আবেদনের প্রেক্ষিতে ভবনের মালিককে নোটিশ দেয়ার পরও তারা ভবন অপসারনের কোন উদ্যোগ গ্রহন না করার কারনেই এই অভিযান চালানো হয়।

সূত্রমতে প্রায় ২৩ শতাংশ জমিতে একটি বানিজ্যিক ভবন এর কাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার স্থানীয় জনগণ, অবৈধভাবে নির্মানের বিষয়ে সিটি কর্পোরেশনে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য কয়েকবার নির্দেশ দেয়া হয়। সেটি ভবন মালিক কর্তৃপক্ষ না শোনায় বুধবার নির্মানাধীন ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন, সরকারি রাস্তা দখল করে ভবনটি নির্মান করা হচ্ছিল। ভবন মালিককে নিয়ম বহির্ভুতভাবে সড়কের জায়গার ওপর ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশ দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তা না শেনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360