নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাওলানা সা’দ কান্ধলভী অনুসারী তাবলিগ জামাতের ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তবে বৃহস্পতিবার বাদ জোহর থেকেই আমবয়ান শুরু হয়েছে। আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশি মাওলানা মোশাররফ হোসেন জুমার নামাজের ইমামতি করবেন বলে আয়োজক কমিটি জানিয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অর্ধশতাধিক দেশের প্রায় ৩ হাজার বিদেশি মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাজী মো. মনির হোসেন ও মো. সায়েম।
সেরা নিউজ/আকিব