নিজস্ব প্রতিবেদক:
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ পিছিয়েছে। পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে।
শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে নেওয়ার কারণে এসএসসি পরীক্ষাও পিছিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার নতুন সময়সূচি আগামীকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সেরা নিউজ/আকিব