স্পোর্টস ডেস্ক:
জমে উঠেছে চলমান লা লিগা। কখনো রিয়াল শীর্ষে তো পরের ম্যাচে বার্সার সিংহাসন দখল। এবার ২০তম রাউন্ডে কষ্টার্জিত জয় পেলেও শীর্ষস্থানে ঠিকই জায়গা করে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। কাসেমিরোর জোড়া গোলে শক্ত প্রতিপক্ষ সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য বার্সেলোনা তাদের পরের ম্যাচে জিতলে ফের সবার ওপরে উঠে আসবে।
শনিবার (১৮ জানুয়ারি) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে আতিথেয়তা জানায় রিয়াল। তবে প্রথমার্ধ কোনো দলই গোছাল ফুটবল খেলতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় দু’দলকে।
দ্বিতীয়ার্ধে আস্তে আস্তে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। গোল করতেও বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৫৭তম মিনিটে লুকা ইয়োভিচের পাস থেকে গোল করতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান কাসেমিরো।
কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৬৪তম মিনিটে প্রতিপক্ষের এল ডি ইয়ং দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে সেভিয়া। অবশ্য কাসেমিরোর দুর্দান্ত পারফরম্যান্সে ফের লিড নিয়ে জয় নিশ্চিত করে রিয়াল। ৬৯তম মিনিটে লুকাস ভাসকেসের ক্রসে হেডের মাধ্যমে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই সেলেকাও মিডফিল্ডার।
পয়েন্ট টেবিলে ২০ ম্যাচে ১২ জয়, ৭ ড্র ও এক হারে ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠল রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সা ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেল।
সেরা নিউজ/আকিব