নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া বাড়ানো হয়েছে। এবার ১২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। এর আগের ২০১৯ সালে হজে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লেগেছিল এক লাখ ২৮ হাজার টাকা। ২০১৮ সালে ছিল এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।
রবিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মো. মহিবুল হক বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলোচনা এবং বাস্তবতা মেনে এবার বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’
উক্ত সভায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) মতামত উপেক্ষা করেই হজযাত্রীদের বিমানের ভাড়া বাড়ানো হয়েছে, এমন অভিযোগ করেছেন হাব সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম।
তিনি বলেন, ‘গত কয়েক বছরে বিমান ভাড়াসহ পুরো প্যাকেজের ব্যয় বাড়ানোর কারণে হজযাত্রীদের ওপর চাপ বাড়ছে। অনেকে ইচ্ছা সত্ত্বেও যেতে পারছেন না। এর ওপর সরকার আমাদের যুক্তি বাদ দিয়ে নতুন করে বিমান ভাড়া চাপিয়ে দিচ্ছে। এতে পুরো প্যাকেজের ব্যয় বেড়ে যাবে।’
সেরা নিউজ/আকিব