অনলাইন ডেস্ক:
অধিকাংশ তরুণ-তরুণীই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আশক্ত। সাথে রয়েছে ‘সেলফি রোগ’। যে কোনো স্মৃতি ফেসবু, টুইটার আর ইনস্টাগ্রামে টাইমলাইনে দিতে আগ্রহী হয়ে ওঠেন তারা। এর ফলে অনেক বিপদেও পড়েন তারা।
তেমনই সেলফি তুলতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে লওরা স্যানসোন নামের এক আর্জেন্টাইন তরুণীর। কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে রক্তের বন্যা বইয়ে দিয়েছেন নিজের মুখে।
১৪ জানুয়ারি আর্জেন্টিনার টুকুমানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সূত্র- টাইমস টুয়েন্টিফোর নিউজ।
অ্যালসিসিয়ান নামে এক জার্মান শেফার্ড পোষ্য রয়েছে ১৭ বছরের তরুণী লওরার। বিছানায় নিয়ে কুকুরের সঙ্গে খেলার ফাঁকে হঠাৎ তার ইচ্ছে হয় সেলফি তোলার। যেই ভাবা সেই কাজ। কিন্তু এতেই বিপদ ডেকে আনেন তিনি।
সেলফি তুলতে গেলে কুকুরটি কামড়ে লওড়ার মুখ ছিঁড়ে দেয়। রক্তে ভিজে যায় বিছানা। পরে আহত তরুণীকে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ৪০টি সেলাই দেয়া হয় তার মুখে।
এদিকে লওড়া স্যানসোনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেরা নিউজ/আকিব