নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় সংসদের যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দু’টি পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, নারীর ক্ষমতায়নে ইসমাত আরা সাদেক প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরেক শোক বার্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সেরা নিউজ/আকিব