বোরহানউদ্দিনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বোরহানউদ্দিনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন - Shera TV
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি:

বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলার উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ক্লাব উদ্বোধন করেন। উপজেলা নিবাহী অফিসার(ইউএনও)খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র মো. রফিকুল ইসলাম বলেন,বিশ^ায়নের যুগে বাংলাদেশ সহ সারা পৃথিবীর সাথে সমান তালে এগিয়ে যেতে বাংলা ভাষার শুদ্ধ চর্চার পাশাপাশি ইংরেজী শিখার বিকল্প নেই। তিনি ক্লাবের সাফল্য কামনা করে বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে সক্রিয় কর্মসূচী নেয়ার আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন,বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারু-অর-রশীদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক, পৌরসভার কাউন্সিলর সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দে, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বশিরউল্যাহ, স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নীল রতন দে প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360