পাকিস্তান সফরের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে টাইগাররা। আগের দুটি ম্যাচ হেরে সিরিজ খোয়ানো টাইগারদের জন্য ম্যাচটি ‘ওয়াইট ওয়াশ’ এড়ানোর ম্যাচ। অন্যদিকে, পাকিস্তানের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তারা। আগের দুই ম্যাচের ব্যর্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। এমনকি অভিষেক হতে যেতে পারে পেসার হাসান মাহমুদের।
প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ মুস্তাফিজুর রহমান আজ একাদশের বাইরে চলে যেতে পারেন। তার জায়গায় ফিরতে পারেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
একাদশে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে এবারের বিপিএলে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকেও। সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে পারেন দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে খেলা মেহেদী হাসান।
তবে তরুণ পেসার হাসান মাহমুদের অন্তর্ভুক্তি নজর কাড়তে পারে। বিপিএলে নজরকাড়া এই গতি তারকার অভিষেক হতে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো একাদশ থেকে বেরিয়ে যেতে হতে পারে লেগ স্পিনার আমিনুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. তামিম ইকবাল
২. নাঈম শেখ
৩. লিটন কুমার দাস
৪. নাজমুল হাসান শান্ত/মেহেদি হাসান
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. সৌম্য সরকার
৭. আফিফ হোসেন ধ্রুব
৮. হাসান মাহমুদ/আমিনুল ইসলাম বিপ্লব
৯. শফিউল ইসলাম
১০. আল-আমিন হোসেন
১১. রুবেল হোসেন/মুস্তাফিজুর রহমান
সেরা নিউজ/আকিব