নিজস্ব প্রতিবেদক:
শনিবার সকাল ৮টা থেকে একযোগে অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। এই দুই সিটিতে মেয়র প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকার ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টার মধ্যে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভোট দেবেন ধানমণ্ডির ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে। একই সময়ের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ভোট দেবেন গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ ছাড়া শনিবার সকাল ১০টার মধ্যে লালবাগের আমলিগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন।
অপরদিকে ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভোট দেবেন উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে। সকাল ৮টার দিকে তার ভোট দেয়ার কথা রয়েছে। আর একই সময়ে গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুলে ভোট দেবেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
সিপিবির মনোনীত মেয়র প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল ভোট দেবেন মিরপুরের আদর্শ স্কুলে। বেলা ১১টায় তার ভোট দেয়ার কথা রয়েছে।
এ ছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (ইশা) মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভোট দেবেন রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার মধ্যে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।
ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদীও বিতরণ করেছে ইসি।
সেরা নিউজ/আকিব