নিজস্ব প্রতিবেদক:
রাত পোহালেই ভোট শুরু হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। এর একদিন আগে জরিপ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, ধানের শীষ ৮০% এগিয়ে রয়েছে।
শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। এর আগে দুপুর ১২টার দিকে সিটি নির্বাচনে ভোটের সর্বশেষ অবস্থা জানাতে মার্কিন দূতাবাসের কূটনীতিক পলিটিক্যাল কাউন্সিলর ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন ইশরাক।
প্রায় ৩৫ মিনিটের বৈঠক শেষে বেরিয়ে ইশরাক হোসেন সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘আমি দেখেছি যে, বেশিরভাগ জরিপে ধানের শীষ ৮০% এগিয়ে আছে। আমাদের এই গণজোয়ার ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্র দখলসহ জোর-জবরদস্তি করে রুখতে চাচ্ছে।’
বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
এ সময় ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান ইশরাক। তিনি বলেন, আপনারা (ভোটার) সবাই ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আপনাদের সহায়তা করার জন্য প্রত্যেকটি কেন্দ্রে আমাদের কর্মী থাকবে।
সেরা নিউজ/আকিব