ইন্টারন্যাশনাল ডেস্ক:
সহযোগিতাসহ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের জরুরি বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।
বৈঠকে মধ্যপ্রাচ্যে নিয়ে ট্রাম্পের তথাকথিত ডিল অব সেঞ্চুরি বা শান্তি প্রস্তাবকে একপেশে ও বিতর্কিত আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করে আরব লিগ। ফিলিস্তিন এ প্রস্তাবকে ‘অন্যায্য’ বলে দাবি করে।
১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে বিভক্ত করে দুটি রাষ্ট্র (একটি ইহুদি, অন্যটি আরব) গঠনের সিদ্ধান্ত নেয়।
অসম ও অন্যায্য ওই সিদ্ধান্ত আরবরা মেনে নেননি। উল্টো ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র ঘোষিত হলে প্রতিবেশী চার আরব দেশ মিসর, সিরিয়া, জর্ডান ও ইরাক একযোগে অবৈধ রাষ্ট্র ইসরাইলের ওপর হামলা চালায়।
মাত্র ছয় দিনের সেই যুদ্ধে আরবরা পরাজিত হয় এবং ইসরাইল জাতিসংঘের পরিকল্পনায় তাদের জন্য বরাদ্দকৃত ফিলিস্তিনের ৫৬ শতাংশের জায়গায় মোট ৭৭ শতাংশ দখল করে নেয়।
এর পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে একের পর এক ফিলিস্তিন ভূখণ্ড জবরদখল করে যাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।
সেরা নিউজ/আকিব