স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা চার জয়ে ট্রফি নিশ্চিত করেই বিশ্রামে যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার পরিবর্তে দলের নেতৃত্বের গুরুদায়িত্ব দেয়া হয় ওপেনার রোহিত শর্মার কাঁধে। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তার নেতৃত্বে জিতেই ভারত ৫-০তে হোয়াইটওয়াশ করে স্বাগতিক নিউজিল্যান্ডকে।
রোববার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট করার সময় পায়ের পেশির চোট পান রোহিত শর্মা। বিরাট কোহলি বিশ্রামে থাকায় অধিনায়ক হিসেবে মাঠে নামা রোহিত ব্যাট করেছিলেন তিন নম্বরে। খেলেছেনও দারুণ। ৪১ বলে ৬০ রান করার পর আহত অবসরে যেতে হয় তাকে। ফিল্ডিংয়েও নামেননি ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। এখন শোনা যাচ্ছে নিউজিল্যান্ড সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে তেমনটাই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি বিশ্বস্ত সূত্র তাদের জানিয়েছে, সিরিজ থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা।
নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। বুধবার হ্যামিল্টনে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে রোহিত খেলতে পারবেন না বলেই খবর পিটিআইয়ের।
বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্তা তাদের নিশ্চিত করেছেন, রোহিতের নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে।
সেরা নিউজ/আকিব