ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস আক্রান্তদের জন্য এখনও পর্যন্ত কোনো কার্যকরী প্রতিষেধক তৈরি করা যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
এক বিবৃতিতে বুধবার এ কথা জানায় ডব্লিউএইচও। টিকা আবিষ্কারের চীনা গবেষকদের দাবি উড়িয়ে দিয়ে সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর সিএনবিএসের।
এর আগে চীনের একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে রয়টার্সের এক খবরে বলা হয়, শেজিয়াং বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক করোনাভাইরাসের কার্যকর ওষুধ আবিষ্কার করেছে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একদল গবেষক দাবি করেন, তারা এ ভাইরাস প্রতিরোধে একটি কার্যকরী ওষুধ তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছেন।
সেরা নিউজ/আকিব