স্পোর্টস ডেস্ক:
৫ই ফেব্রুয়ারি ২৮ বছরে পা রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। মাঠের পারফরমেন্সের সঙ্গে মাঠের বাইরের নানা কর্মকাণ্ডেও নিয়মিত খবরের শিরোনাম হন তিনি। সম্প্রতি ফিফা’র ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিল, পিএসজি, লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলা এবং নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড-
রাশিয়া বিশ্বকাপের পর দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল কতটা প্রস্তুত?
নেইমার: বর্তমান দলটা আগের চেয়ে শক্তিশালী। অভিজ্ঞতার দিক থেকেও এগিয়ে। অসাধারণ কিছু তরুণ ফুটবলার আমরা পেয়েছি। যারা কাতার বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে। কোচিং স্টাফেও খুব বেশি পরিবর্তন আসেনি।
এ কারণে দলের সবার মধ্যে বোঝাপড়াটাও দারুণ। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আমরা তৈরি।
২০২২ বিশ্বকাপে ব্রাজিলকে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে?
নেইমার: ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।
সেপ্টেম্বরে ষষ্ঠবারের মতো ফিফা বর্ষসেরার খেতাব জিতেছেন লিওনেল মেসি। তার সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন এবং মেসিই কি ইতিহাসের সেরা ফুটবলার?
নেইমার: মেসির সতীর্থ হিসেবে খেলা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমরা ভালো বন্ধুও। আমি যাদের খেলা দেখেছি তাদের মধ্যে মেসিই ইতিহাসের সেরা।
২০১৫ ও ২০১৭’তে খুব কাছে গিয়েও (দু’বারই তৃতীয়) ফিফা বর্ষসেরার পুরষ্কার জেতা হয়নি আপনার। ফিফা বর্ষসেরার পুরষ্কার একদিন আপনার হাতে উঠবে; এ ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?
নেইমার: সবসময় বলে এসেছি বর্ষসেরা পুরস্কারের মোহে আমি আচ্ছন্ন নই। প্রতিদিন কঠিন পরিশ্রম করছি নিজেকে আরো নিখুঁত করে গড়ে তুলতে। যদি কখনো ফিফা বর্ষসেরার ট্রফি জিততে পারি সেটা হবে আমার কঠোর পরিশ্রমের পুরস্কার।
কিলিয়ান এমবাপ্পে সম্পর্কে আপনার ভাবনা কি?
নেইমার: এমবাপ্পে বিস্ময়কর প্রতিভার অধিকারী। বিশ্বসেরা হিসেবে সে একদিন নিজেকে প্রমাণ করবে। তাকে সতীর্থ হিসেবে পাওয়াটা অনেক গর্বের। মাঠে এবং মাঠের বাইরে আমাদের বোঝাপড়াটা অসাধারণ।
আপনি পিএসজিতে আসার পর তারা কি আরো শক্তিশালী হয়েছে?
নেইমার: আমার পক্ষে সেটা বলা কঠিন। তবে এখানকার ভিন্ন পরিবেশ আমাকে আরো আত্মবিশ্বাসী করতে সাহায্য করছে।
আপনার ছেলে ডেভি লুকার ফুটবলে আগ্রহ কেমন?
নেইমার: খেলাধুলা সে দারুণ পছন্দ করে। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে ডেভির আগ্রহটা চোখে পড়ার মতো। তবে ফুটবলকে সে আমার মতো ভালবাসে না। মেসি, এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদোকে সে পছন্দ করে। এমনকি ভিডিও গেমে ফুটবল খেলার সময় মেসি, এমবাপ্পে, রোনালদো ও আমাকে তার দলের আক্রমণ ভাগে রেখে একাদশ সাজায়।
তিনজন ফুটবলারের নাম বলুন যাদের খেলা দেখতে আপনি পছন্দ করেন?
নেইমার: লিওনেল মেসি, রোনালদিনহো ও রবিনহো।
ফুটবলের বাইরে আপনার পছন্দের তিনজন ক্রীড়াবিদ?
নেইমার: গ্যাব্রিয়েল মেডিনা (ব্রাজিলিয়ান পেশাদার সার্ফার), স্টিফেন কারি (আমেরিকান বাস্কেটবল তারকা) ও লেবরন জেমস (আমেরিকান বাস্কেটবল তারকা)।
আপনার দেখা সেরা সিনেমা অথবা টিভি প্রোগ্রাম?
নেইমার: আমি টিভি সিরিজ বেশি পছন্দ করি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে স্প্যানিশ ক্রাইম সিরিজ ‘মানি হেইস্ট’।
পছন্দের খাবারের তালিকায় কি কি রাখতে পছন্দ করবেন? এবং যদি আপনাকে আপনার পছন্দের মানুষের জন্য রান্না করতে বলা হয় সেক্ষেত্রে কি রান্না করবেন?
নেইমার: খাবার তালিকায় রাখবো রাইস, শিমের বিচি, গরুর মাংস এবং ফ্রাই করা বিভিন্ন পদ। রাঁধুনী হিসেবে আমি একদম কাঁচা। তবে আমার পছন্দের মানুষকে আমি খুব ভালো ডিম ভাজি করে খাওয়াতে পারবো।
সেরা নিউজ/আকিব