প্রবাসীদের বাড়ি দখল করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেবে পুলিশ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
প্রবাসীদের বাড়ি দখল করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেবে পুলিশ - Shera TV
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

প্রবাসীদের বাড়ি দখল করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেবে পুলিশ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট:

প্রবাসীদের বাড়ি কিংবা জায়গা দখলের সংবাদ পাওয়া গেলে ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে পুলিশ। যুক্তরাজ্যের এনআরবি’র একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম একথা বলেন।

তিনি বলেন বাংলাদেশ পুলিশ প্রবাসীদের প্রতি আন্তরিক ও দেশে তাদের সম্পদ যাতে কেউ জোরপূর্বক দখল করতে না পারে পুলিশ সে ব্যাপারে সবসময় সতর্ক রয়েছে।

কাউন্সিলার শেরওয়ান চৌধুরীর নেতৃত্বে প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সাথে পু্র্ব নির্ধারিত এক সাক্ষাতে পুলিশ সুপার ফরিদ উদ্দিন আরো বলেন,ওসমানীনগর উপজেলায় রাতের বেলা যাতে ডাকাতি না হয় এতে ১২টি পুলিশের টিম দায়িত্ব পালন করছে।

সিলেটের প্রবাসীদের প্রতি দেশে বিনিয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, সিলেটে কোন কলকারখানা নেই। এখানের নিম্ন আয়ের মানুষের কাজকর্মের কোন জায়গা নেই। প্রবাসীরা সিলেটে বিনিয়োগ করলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্রয়ডনের কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, এনআরবি’র প্রতিনিধি আবুল হোসেইন, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সহসভাপতি জাহাঙ্গীর চৌধুরী, জকিগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক ফজলে চৌধুরী একলিম, সিলেট চেম্বারের সদস্য আফজল হোসেইন,জকিগঞ্জ জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী। প্রবাসীরা এসময় সিলেটের আইনশৃঙ্খলা বিগত দিনের ন্যায় অনেক উন্নতি হওয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360