সেরা নিউজ ডেস্ক:
অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করতে প্রায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩০ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও লস অ্যাঞ্জেলেসে অলাভজনক সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বাফলা) এ অর্থ সংগ্রহ করেছে।
বাফলা’র সংগ্রহীত এ অর্থ দেশি-বিদেশি দুস্থদের কল্যাণে ব্যয় করা হবে। রোববার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির বার্ষিক ফান্ড রাইজিং ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হয়।
তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের সভাপতি শিপার চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে তহবিল সংগ্রহ কমিটির সমন্বয়কারী জসিম আশরাফি, ড. মাহবুব খান, ডা. রুবিনা নাজিব, ডা. আবুল হাসেম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
তাদের বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।