আরিফুর রহমান আরিফ:
নলছিটি উপজেলার গোহাইলবাড়ী জে.এম মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি ও জে.এস.সি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর)সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ্যাডভোকেট কে.এম. মাহাবুবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার আজীম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.বদরুল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক সামপনী ও জে.এস.সি. পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টফিকেট তুলে দেন তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা এবং যুগোপযোগী চিন্তাভাবনার প্রতি দৃষ্টিরাখার জন্য অভিভাবকদের আহ্বান জনান। সামাজিক নেটওয়ার্কের প্রতি ছাত্র-ছাত্রীদের ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি গোহাইলবাড়ী জে.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি গভীরশ্রদ্ধা জ্ঞাপন করেন।