চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দল সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে এ তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিম, ৩ নম্বর ওয়ার্ডে কফিল উদ্দিন খান, ৪ নম্বর ওয়ার্ডে মো. সাইফুদ্দিন খালেদ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ কাজী নুরুল আমিন, ৬ নম্বর ওয়ার্ডে এম আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মো. মোবারক আলী, ৭ নম্বর ওয়ার্ডে মো. মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার মিয়া, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দিন আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে মো. ইসমাইল, ১২ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত মো. বেলাল, ১৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শহিদুল আলম, ১৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হারুন অর রশিদ, ১৯ নম্বর ওয়ার্ডে মো. নূরুল আলম, ২০ নম্বর ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাশ সুমন, ২২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সলিম উল্লাহ,
২৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক, ২৫ নম্বর ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ২৭ নম্বর ওয়ার্ডে মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩১ নম্বর ওয়ার্ডে মো. আবদুস সালাম, ৩২ নম্বর ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সালাহউদ্দিন, ৩৪ নম্বর ওয়ার্ডে পুলক খাস্তগীর, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নম্বর ওয়ার্ডে হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৭ নম্বর ওয়ার্ডে মো. হোসেন মুরাদ, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মো. চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে আবদুল বারেক ও ৪১ নম্বর ওয়ার্ডে ছালেহ আহম্মদ চৌধুরী। সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছেন ওয়ার্ড নম্বর
১, ২ ও ৩ সৈয়দা কাশপিয়া নাহরিন, ওয়ার্ড নম্বর ৪, ৫ ও ৬ জোবাইরা নার্গিস খান, ওয়ার্ড নম্বর ৭, ৮ ও ৪২ জোহরা বেগম, ওয়ার্ড নম্বর ৯, ১০ ও ১৩ তছলিমা বেগম নুরজাহান, ওয়ার্ড নম্বর ১৪, ১৫ ও ২১ শিউলি দে, ওয়ার্ড নম্বর ১৭, ১৮ ও ১৯ শাহীন আকতার রোজী, ওয়ার্ড নম্বর ১৬, ২০ ও ৩২ রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড নম্বর ২২, ৩০ ও ৩১ নীলু নাগ, ওয়ার্ড নম্বর ১২, ২৩ ও ২৪ নুর আক্তার প্রমা, ওয়ার্ড নম্বর ১১, ২৫ ও ২৬ হুরে আরা বেগম, ওয়ার্ড নম্বর ২৮, ২৯ ও ৩৬ জিন্নাত আরা বেগম, ওয়ার্ড নম্বর ২৭, ৩৭ ও ৩৮ আফরোজা জহুর, ওয়ার্ড নম্বর ৩৩, ৩৪ ও ৩৫ লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ওয়ার্ড নম্বর ৩৯, ৪০ ও ৪১ শাহানুর বেগম।
সেরা নিউজ/আকিব