শাহবাগের ফুলের আড়তকে রাজধানীর সবচেয়ে বড় বাজার ধরা হয়। এখানে ৫২টি পাইকারি ও শতাধিক খুচরা ফুলের দোকান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি অন্যান্য উৎসবের কারণে দেশে বড় হচ্ছে ফুলের বাজার। শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানীতে গত তিনদিনে প্রায় ১৪ থেকে ১৫ কোটি টাকার ফুল কেনাবেচা হয়েছে। সারা দেশে এর পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।