মহিবুল্লাহ পাটোয়ারী:
মহিপুর থানা পুলিশের উদ্দোগে থানা এলাকার মটরসাইকেল ড্রাইভারদের সাথে অফিসার ইনচার্জ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় মহিপুর থানা প্রাঙ্গণে মহিপুর থানা পুলিশের উদ্দোগে মতবিনিময় সভায় আয়োজন করা হয়। মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ সোহেল আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মাহবুব রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ। এসময় আরো উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকাশ, সদস্য মহিবুল্লাহ পাটোয়ারী এবং থানার আওতাধীন বিভিন্ন ইউনিটের মটরসাইকেল ড্রাইভারদের সভাপতিগন এবং প্রায় ৩ শতাধিক মটরসাইকেল ড্রাইভার। মতবিনিময় সভায় মটরসাইকেল চালকরা তাদের সমস্যাগুলো অফিসার ইনচার্জের কাছে তুলে ধরে তা সমাধানের অনুরোধ জানান। সভায় মহিপুর থানায় তথা কুয়াকাটায় আগত পর্যটকদের সাথে মটর সাইকেল চালকদের আচরণবিধি, ভাড়া নির্ধারণ, পর্যটকদের সেবার মান উন্নয়ন করাসহ পর্যটকদের আকৃষ্ট করতে দিকনির্দেশনামুলক পরামর্শ দেয়া হয়। এ সময় মহিপুর থানার অফিসার ইনচার্জ সোহেল আহম্মদ মটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, মহিপুর থানা এলাকায় যারা মটরসাইকেল চালায় অবিলম্বে তাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজপত্র ও হেলমেট ব্যবহার করতে হবে। এবং ভাড়ায় চালিত প্রতিটি মটরবাইক চালককে নম্বরসহ আলাদা পোশাক পরিধান ও চালক সমিতি থেকে আলাদা চালক আইডিন্টি কার্ড থাকতে হবে । এছাড়াও রাত ১১ টার পরে জরুরী প্রয়োজন ব্যতীত কোন ভাড়ায় চালিত মটরসাইকেল চলতে পারবে না। এছাড়াও রাতে মাদক সেবন ও বহনসহ অপরাধমুলক কর্মকান্ডের সাথে কেউ জরিত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন।