বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে র্যালী আলোচনা সভা চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে “মিনা দিবস -১৯” পালিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে’র নেতৃত্ব উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক, বাউফল উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জাম হিমু, বাউফল উপজেলা সমবায় অফিসার আহসান মিঞা।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে বাউফল উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।