উচ্চারণ বিভ্রাটে হাসির খোড়াক ট্রাম্প - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
উচ্চারণ বিভ্রাটে হাসির খোড়াক ট্রাম্প - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

উচ্চারণ বিভ্রাটে হাসির খোড়াক ট্রাম্প

আকিব মাহমুদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ট্রাম্পের উচ্চারণ বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের মশকরা। এই তামাশায় যোগ দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও কেভিন পিটারসনরা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও ট্রাম্পকে নিয়ে মজা করতে ভুল করেনি।

সোমবার গুজরাটের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ‘স্বামী বিবেকানন্দ’ উচ্চারণ করতে গিয়ে কার্যত দাঁত ভেঙে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অনেক কষ্টে বলেছেন, ‘বিবেকামুন্নন।’ সচিন টেন্ডুলকার ও বিরাট কোহলির নামও ঠিকঠাক বলতে পারেননি ট্রাম্প। সচিনকে বলে ফেলেছেন, ‘সুচিন’।

মার্কিন প্রেসিডেন্টের উচ্চারণ-বিভ্রাটে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েননি মাইকেল ভন ও পিটারসেনরা। ভন টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানে ডোনাল্ড ট্রাম্পের যাওয়ার অপেক্ষায় তর সইছে না। দেখব কীভাবে ফকর জামান উচ্চারণ করেন’। বলে রাখি, ফকর জামানকে পাকিস্তানের বিরাট ভাবা হচ্ছে। ভারত অধিনায়কের সঙ্গে তাঁর তুলনাও শুরু হয়ে গিয়েছে।

পিয়ার্স মরগ্যানকে ট্যাগ করে পিটারসেন টুইট করেছেন, ‘নিজের বন্ধুকে বলো, কিংবদন্তী ক্রিকেটারের নাম নেওয়ার আগে একটু পড়াশুনো করে নিতে।’

ট্রাম্পের এমন উচ্চারণ নিয়ে আইসিসি-ই বা পিছিয়ে থাকে কিভাবে। তারাও মজার টুইট করেছে,”সচ, সুচ, স্যাটচ, সুটচ, সুচ। কেউ জানো?

ট্রাম্পের উচ্চারণ-বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার মজার ভিডিও তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন, ট্রাম্পের কাছে সচিন বা বিরাট অচেনা। আবার কেউ কেউ বলছেন, কিন্তু তিনি মার্কিন প্রেসিডেন্ট। তাই এমন কিছু বলার আগে তাকে প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল।

 

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360