স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশের হয়ে ঢাকা আসবেন এক ঝাঁক তারকার ক্রিকেটার। তাদের মধ্যে থাকবেন ক্রিস গেইল, জনি রেয়ারস্টো ও ডু প্লেসিসের মতো বড় বড় তারকারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী রাঙিয়ে তুলতে আগামী মার্চে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। যে ম্যাচ দুটিকে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার অনুমোদন দিয়েছে আইসিসি।
এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার নামি দামি ক্রিকেটারেরা। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় কে কে আসবেন। এ সব দেশের প্রতিটি দল থেকেই তিন চারজন করে ক্রিকেটার বাংলাদেশে আসবেন।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ক্রিস গেইল, জনি বেয়ারস্টো ও ডু প্লেসিসদের আসা মোটামুটি নিশ্চিত। আর এশিয়ার মধ্যে আফগানিস্তান থেকে রশিদ খান ও মুজিবুর রহমান আসবেন। শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরার মতো বড় তারকারাও আসবেন। তবে এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে তারকা বনে যাওয়া নেপালের স্বন্দ্বীপ লামিচানেও আসবেন টি-টোয়েন্টি মাতাতে।
মার্চের ১৮ ও ২১ তারিখ ম্যাচ দুটি মাঠে গড়ানোর কথা রয়েছে।
সেরা নিউজ/আকিব