বিনোদন ডেস্ক:
একটা সময় ছোট পর্দার নাটক ও বিজ্ঞাপনের কাজে বেশ ব্যস্ত ছিলেন মডেল-অভিনেত্রী সারিকা। তবে এখন অনেকটাই কম দেখা যায় তাকে। কাজ কমিয়ে দিয়েছেন তিনি। খুব বেছে বেছে ভালো মানের নাটক-টেলিছবিতে শুধু কাজ করছেন। তাছাড়া বর্তমানে শুটিংয়ের বাইরে কোনো অনুষ্ঠানেও তেমন একটা দেখা মেলে না সারিকার। শুটিংয়ের বাইরের সময়টা একমাত্র কন্যাকেই দেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে সারিকা বলেন, আমর শিডিউলটা এখন এরকমই। শুটিং টু বাসা।
বাসা টু শুটিং। এর বাইরে কোথাও আড্ডা দেয়া হয় না খুব একটা। কারণ শুটিং শেষ করে আমার মেয়েকে সময় দেই। ওর সঙ্গে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এ এক অন্যরকম অনুভূতি। ওর কাছে গেলে আমার সব কষ্ট যেন দূর হয়ে যায়। সময় যে কখন যায় টেরই পাই না! এদিকে অভিনয় বিষয়ে সারিকা বলেন, সত্যি বলতে গল্পে নতুনত্ব না থাকলে কাজ করতে ইচ্ছে করে না। তাই গতানুগতিক গল্প কিংবা চরিত্রের কাজ করতে চাই না। একটা সময় আমি অনেক কাজ করেছি। ভালো-মন্দ অনেক গল্পের নাটকে কাজ করতে হয়েছে। কিন্তু এখন এ পর্যায়ে এসে সব ধরনের কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেছে বেছে ভালো গল্পের কাজ করার চেষ্টা করছি। নতুনত্ব আছে এমন গল্প ও চরিত্র খুঁজছি। দর্শকের হৃদয়ে নাড়া দেবে এমন গল্পেই অভিনয় করতে চাই। আশা করছি সামনে বেশ কিছু তেমনই কাজে আমাকে দর্শকরা পাবেন। উল্লেখ্য, ভালোবাসা দিবসে সারিকা অভিনীত ‘এন অ্যাফেয়ার’ নাটকটি প্রশংসিত হয়েছিল। ইরফান সাজ্জাদের বিপরীতে এ নাটকে অভিনয় করেন তিনি। এ নাটকের কাহিনী ও চিত্রনাট্য করেন জাফরীন সাদিয়া এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল।
সেরা নিউজ/আকিব