অনলাইন ডেস্ক:
সুদূর ইতালি ছেড়ে বাংলাদেশি যুবকের প্রেমে পড়ে দেশ ছেড়েছেন এক ইতালির তরুণী
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশি তরুণ রায়পুর উপজেলার মো. ইকবাল হোসেনের (২৭) প্রেমের টানে ইতালি থেকে ছুটে এসেছেন এই তরুণী। ভালোবেসে বিয়েও করেছেন দু’জন। প্রবাসী তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পাল্টিয়ে হয়েছেন খাদিজা আক্তার (১৯)। ইকবাল উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ির আক্তার হোসেনের ছেলে। এ সংবাদ শুনে গতকাল সকাল থেকে তাদের দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। ইকবাল ও তার পরিবারের লোকজন জানান, প্রায় ৬ বছর আগে ইকবাল ইতালিতে গিয়ে প্রবাসী ওই তরুণীদের একটি কোম্পানিতে চাকরির সুবাদে খাদিজার সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রায় ২ বছর হয় ইকবাল বাংলাদেশে চলে আসেন। পরে প্রবাসী ওই তরুণী ইকবালের ফোনে ও ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে।
কিন্তু কাগজপত্রের কিছু সমস্যার কারণে ইকবাল পূনরায় ইতালিতে যেতে পারছে না। তাই গত বৃহস্পতিবার রাতে খাদিজা লক্ষ্মীপুরের রায়পুরের গ্রামের বাড়িতে আসলে ইসলামী শরীয়ত মোতাবেক দুজন বিয়ে করে। ভাষাগত কিছু সমস্যা থাকলেও বাঙালি নারীর মতোই স্বাভাবিকভাবে সব কাজ করছেন খাদিজা। পরছেন বাঙালি পোশাকও। শ্বশুরবাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন খাদিজা। ইকবালের সঙ্গে প্রেম, বিয়ে, বাংলাদেশ সম্পর্কে জানান অনুভূতি। তার ভাষায়, বাংলাদেশর সংস্কৃতি ও পরিবেশ আমার অনেক ভালো লেগেছে। ইকবালকে অনেক ভালোবাসি। তাঁর জন্যই বাংলাদেশে আসা। আমরা দুজন আজই (শুক্রবার) হানিমুনের জন্য কক্সবাজার ও মালয়েশিয়া যাবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ছেলে-পুত্রবধূর জন্য দোয়া চাইলেন ইকবালের বাবা আক্তার হোসেন। তিনি বলেন, ছেলের বউ দেখে আমরা আনন্দিত। ছেলে-পুত্রবধূর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। স্থানীয়রা জানান, প্রেমের টানে ইতালির তরুণী রায়পুরে এসে উভয়ের পরিবার মেনে নেয়ায় তারা বাঁধলেন সুখের ঘর। বৃহস্পতিবার রাতেই তাঁর বাবা-মা বউকে বরণ করে নিয়েছেন।
সেরা নিউজ/আকিব