বিনোদন ডেস্ক:
নুসরাত ফারিয়া বর্তমানে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার কাজ করছেন। টানা গত ১৪দিন এ সিনেমার শুটিংয়ে সুন্দরবন এলাকায় থাকতে হয়েছে তাকে। ফারিয়া বলেন, দারুণ একটি কাজ হতে যাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। টানা ১৪দিন শুটিং করলাম এ সিনেমার। সুন্দরবন থেকে ঢাকায় ফিরছি আজ। এ ছবির শুটিংয়ের জন্য নানান প্রস্তুতি নিতে হয়েছে পুরো টিমের। ছবিতে একজন বাঘ গবেষক হিসেবে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আগামী ২রা মার্চ আবার এ সিনেমার বাকি কাজের জন্য সুন্দরবন যেতে হবে।
কষ্ট হলেও কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এ সিনেমায় নুসরাত ফারিয়া ছাড়াও সিয়াম, তাসকিন, রোশান, চিত্রনায়ক রিয়াজসহ অনেক তারকা অভিনয়শিল্পীদের দর্শকরা দেখতে পাবেন। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল, যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র্যাব’র এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। এ ছবির বাইরে শামীম আহমেদ রনী পরিচালিত এবং নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে। শাপলা মিডিয়ার প্রযোজনায় এ ছবিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে এবারই প্রথম দর্শকরা ফারিয়াকে দেখতে পাবেন।
সেরা নিউজ/আকিব