স্পোর্টস ডেস্ক:
টানা সাত এল ক্ল্যাসিকোয় জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় লেভান্তে ও চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার সিটির সঙ্গে হেরে শঙ্কার মেঘ জমেছিল রিয়াল শিবিরে। সব শঙ্কা পেছনে ফেলে রোববার রাতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠলো লস ব্লাঙ্কোস। আর তাতেই থামলো সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার টানা চার ম্যাচের জয়রথ। আর দলকে এগিয়ে দেয়া গোলে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এল ক্ল্যাসিকোয় একবিংশ শতাব্দির সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ১৯ বছর ২৩৩ দিন বয়সে গোল করার কৃতিত্ব দেখান তিনি।
প্রথমার্ধে মেসি, গ্রিজম্যানদের আক্রমণ একাই রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। লা লিগায় শেষ ৩৬ শটের ৩০টি ফিরিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বেলজিক গোলরক্ষক। অন্যদিকে জাভি হার্নান্দেজকে টপকে সবচেয়ে বেশি ৪৩তম এল ক্ল্যাসিকো স্মরণীয় করতে পারেননি লিওনেল মেসি।
ম্যাচের দ্বিতীয়ার্ধটা ছিল রিয়ালময়।
৭২তম মিনিটে ভিনিসিয়াসের গোলে লিড নেয় জিনেদিন জিদানের দল। ম্যাচের যোগ করা সময়ে চমক দেখান মারিয়ানো ডিয়াজ। বদলি হিসেবে নেমে লা লিগার অভিষেক ম্যাচে গোল করেন ম্যাচের অন্তিম মুহূর্তে।
এ ম্যাচে চমক হয়ে রিয়াল মাদ্রিদের ভিআইপি বক্সে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক ক্লাবের জয়ের উল্লাসে মেতেছেন পর্তুগিজ যুবরাজ।
এ জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ। চলমান মৌসুমে লা লিগায় পঞ্চম হারের স্বাদ পাওয়া বার্সেলোনার সংগ্রহ ৫৫ পয়েন্ট।
সেরা নিউজ/আকিব