বাংলাদেশে প্রবাসী আমেরিকানদের বিনিয়োগ বিষয়ে নিউ ইয়র্কে সেমিনার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাংলাদেশে প্রবাসী আমেরিকানদের বিনিয়োগ বিষয়ে নিউ ইয়র্কে সেমিনার - Shera TV
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশে প্রবাসী আমেরিকানদের বিনিয়োগ বিষয়ে নিউ ইয়র্কে সেমিনার

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

অনলাইন ডেস্ক: বাংলাদেশে প্রবাসী আমেরিকানদের বিনিয়োগ বিষয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল সেমিনার।

‘ইউএনজিএ সাইডলাইন বিজনেস সেমিনার ২০১৯: ইউএস-বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট: রোল অব বাংলাদেশি আমেরিকানস’ শীর্ষক একটি সেমিনার আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং সেন্টার ফর এন আর বি’র উদ্যোগে নিউইয়র্কের লা গার্ডিয়া মরিয়ট হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায়, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ (নিউইয়র্ক সময় অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মেধা ও অর্থ বিনিয়োগের বিভিন্ন দিক আলোচনা করেন।

তারা বলেন, যেহেতু বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাইছে এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়ন করতে চাইছে, সেহেতু একে বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করতে বাংলাদেশি আমেরিকানদের উচিত বাংলাদেশে বিনিয়োগ করা।

বক্তারা প্রচলিত রেমিটেন্স প্রবাহের বাইরেও মেধা ভিত্তিক রেমিটেন্সের ব্যাপাওে ভাবার বিষয়ে গুরুত্বারোপ করেন। দেশে বিনিয়োগ করলে বাংলাদেশ এবং আমেরিকার কী কী সুবিধা রয়েছে তাও তুলে ধরেন বক্তারা।

সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সি, বনমন্ত্রী জনাব শাহাবুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শামসুল আলম, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক জনাব আবুল কালাম আজাদ, নিউইয়র্কে বাংলাদেশ মিশনের কনসাল জেনারেল এইচ ই এমএস ফয়জুন্নেসা সেমিনারে বক্তৃতা করেন।

এছাড়া আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোস্যাইটির নেতা জনাব এ. আলী, প্রেসক্লাব সভাপতি আবু তাহের, এবিসিসি ডিরেক্টর আব্দুল কাদের মিয়া, এনওয়াই পিডি কর্মকর্তা জনাব হুমায়ুন কবির, বেসিস সভাপতি আলমাস কবির, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, প্রিন্সটন আলফা ইউএসএ’র প্রতিষ্ঠাতা ড. শাকিল আহমেদ, অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবির, বাংলাদেশ মিশনের ওয়াশিংটন ডিসি’র অর্থমন্ত্রী জনাব শাহাবুদ্দিন পাটোয়ারী।

তাশরিকুল ইসলাম নিরব এর পরিচালনায় তথ্য উপস্থাপন করেন এবিসিসি’র পরিচালক জনাব শেখ গালিব রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন এনআরবি’র চেয়ারপারসন জনাব এম এস সেকিল চৌধুরী। এবিসিসি’র সাধারণ সম্পাদক মো. লিটন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। এবিসিসি’র পক্ষ থেকে ভোট অব থ্যাংকস প্রদান করেন জনাব জেড রাসেল।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360