ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস অনন্ত ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে বুধবার পর্যন্ত ৩২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯২ হাজার মানুষ।
এদিকে, মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ওই কর্মীর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে অ্যামাজন।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, করোনায় আক্রান্ত কর্মীকে আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিয়াটলে অ্যামাজনের সাউথ লেক ইউনিয়নের অফিস কমপ্লেক্সে ওই রোগীর সঙ্গে যারা কাজ করতেন তাদের সবাইকে এ বিষয়টি জানানো হয়েছে।
এর আগে ইতালির মিলান শহরে প্রতিষ্ঠানটির দুই কর্মীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদেরকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
সেরা নিউজ/আকিব