বিনোদন ডেস্ক:
৮ বছর পর চলচ্চিত্রে ফিরছেন জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র শিল্পী দিঘী। নির্মিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটি চরিত্রে দেখা যেতে পারে দীঘিকে।
গত ১ মার্চ এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসিমিনের স্বাক্ষরিত যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়, তাতে প্রাথমিকভাবে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে কাজ করবেন এমন ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র চরিত্রে রয়েছে প্রার্থনা দীঘির নাম।
দীঘির বাবা অভিনেতা সুব্রত গণমাধ্যমকে জানান, ৯ ফেব্রুয়ারি বিটিভি ভবনে দীঘি অডিশন দেয়। প্রজ্ঞাপনের মাধ্যমে জেনেছি, সেখানে রেনু চরিত্রে দীঘির নাম রয়েছে। দীঘির কাছে এখনো কোনো চূড়ান্ত বার্তা আসেনি। প্রজ্ঞাপনটিতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর বিষয়টি চূড়ান্ত হতে পারে। দীঘি যদি রেনুর চরিত্রের জন্য সুযোগ পায়, তাহলে এ ছবিটিই হবে তার কামব্যাক। দীঘি যদি রেনুর চরিত্রটি করে তাহলে ১৩-১৭ বছর বয়সের সময়টায় রেনু চরিত্রে অভিনয় করবে।
সেরা নিউজ/আকিব