ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইতালিতে শুক্রবার করোনভাইরাসে আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে মৃতের সংখ্যা পৌছল ১৯৭ জনে। বৃহস্পতিবারও দেশটিতে মারা যায় ৪১ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে ৩ হাজার ৮৫৮ জন আক্রান্ত হয়েছে। ইতালি থেকেই পুরো ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। খবর: এএফপি
এদিকে ইরানে শুক্রবার আরও ১৭ জনের মৃত্যু এবং এক হাজার ২৩৪ জন আক্রান্ত হয়েছেন। সেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ হাজার ৭৪৭ জনে। ইরানে শুক্রবার পর্যন্ত মারা গেছে ১৪২ জন। তবে দেশটির প্রকৃত অবস্থা আরও ভয়াবহ বলে মনে করা হচ্ছে।
চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে ছয় হাজার ৬০০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মারা গেছে ৪২ জন।
সেরা নিউজ/আকিব