লাইফস্টাইল ডেস্ক:
বাঙালির কাছে দূর্গা পূজো মানেই নতুন জামা এবং নতুন লুক৷ আর তাই মাসখানেক ধরে দর্জির দোকানে লাইন আর পার্লারের অ্যাপয়েন্টমেন্ট খাতাটি ফুল। ফেসিয়াল করতে-করতে পার্লারের দিদির হাতে কড়া পড়ে যাওয়ার জোগাড়৷ আর আপনি সংসার-অফিস-বস-স্বামী-ছানাপোনা সামলে শনি-রবিবারের দুপুরের ভাতঘুমের সময়টা কাটাচ্ছেন হয় দরজির সামনে ডিজাইনের বই ঘেঁটে, নয়তো শপিং মলে প্যাকেট সামলে, নয়তো পার্লারের স্পা চেয়ারে৷
মোট কথা, সে একটা যুদ্ধকালীন পরিস্থিতি৷ একটু এদিক থেকে ওদিক হওয়ার যো নেই৷ সব না হয় হল। প্রস্তুতি পর্বটা না হয় ভালই সমাধান হল। কিন্তু ফাইনাল ম্যাচ? মানে, পুজোর পাঁচদিন? তখন তো আর রোজ-রোজ পার্লারে ছুটতে পারবেন না৷ তখন মেকআপের গুরুদায়িত্বটি সামলাবে কে? সারা বছর তো মেকআপের দিকে আমরা কেউই তেমন নজর-টজর দিই না৷ওই কোনও অনুষ্ঠানে, পয়লা বৈশাখ কিংবা কোনও বিয়েবাড়ি এলে একটু-আধটু পোঁচ মারি মুখে৷ কিন্তু পুজোর সময় তো সেলফি রেডি মুখ চাই৷