ইন্টারন্যাশনাল ডেস্ক:
অবশেষে মালয়েশিয়ার নতুন মন্ত্রিপরিষদের নাম প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন।
মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম উপ-প্রধানমন্ত্রী ছাড়াই মন্ত্রী সভার নাম প্রকাশ করলেন ৩১ সদস্য বিশিষ্ট মন্ত্রী সভার আজ বিকেল ৫ টায়।
৯ মার্চ সকালে মন্ত্রিপরিষদের সম্ভাব্যদের নাম নিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। এর পর দীর্ঘ আলোচনার পর রাজার কাছে নতুন মন্ত্রিপরিষদের নাম হস্তান্তর শেষে রাজার কার্যালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।
এদিকে সকাল থেকে দীর্ঘ অপেক্ষায় দেশবাসী, সবার চোখ টেলিভিশন, অনলাইন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া গুলোয়। মালয়েশিয়ান নাগরিকরা অধীর আগ্রহে ছিলেন, মালয়েশিয়ার ৮ম প্রধানমন্ত্রীর নেতৃত্বে কারা থাকছেন মন্ত্রী সভায়। অবশেষে সেই জল্পনার অবসান হলো বিকাল ৫ টায়। ৩১ সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদের সিনিয়র চার মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে।
সেরা নিউজ/আকিব