নিজস্ব প্রতিবেদক:
পদ্মাসেতুর ২৬তম স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হল ৩ হাজার ৯০০ মিটার।
মঙ্গলবার সকাল ৯টা ১৩ মিনিটে স্প্যান বসানো শেষ হয় বলে সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার সকাল সাড়ে ৮টায় ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে সকাল সাড়ে ৯টায় তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন বহন করে নিয়ে আসে।
সেরা নিউজ/আকিব