করোনা আতঙ্কে অস্ট্রিয়ার সঙ্গে ইতালির সীমান্ত বন্ধ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
করোনা আতঙ্কে অস্ট্রিয়ার সঙ্গে ইতালির সীমান্ত বন্ধ - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে অস্ট্রিয়ার সঙ্গে ইতালির সীমান্ত বন্ধ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমাতে অস্ট্রিয়া-ইতালি সীমান্ত বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ইতালি থেকে কেউ আর অস্ট্রিয়ায় যেতে পারবে না।

মঙ্গলবার থেকে অস্ট্রিয়া-ইতালি সীমান্ত বন্ধ করা হয়েছে বলে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে।

সংবাধমাধ্যমটি জানায়, অস্ট্রিয়ার সরকারও ইতালির সঙ্গে সব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। উত্তর ইতালির সঙ্গে অস্ট্রিয়ার সীমান্ত থাকায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো রোধ করতে ইতালিজুড়ে জারি হয়েছে বেশ কিছু কড়া বিধি নিষেধ। উত্তর ইতালি সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মিলান, ভেনিসসহ উত্তর ইতালির পর্যটনকেন্দ্রগুলোর সব সিনেমা হল, জাদুঘর ও থিয়েটার বন্ধ রাখা হয়েছে। উত্তরাঞ্চল থেকে ইতালির অন্যান্য এলাকায় যাওয়া আসার পথও সব বন্ধ।

গোটা ইতালিতে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১৬৮ জন।

এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।

ইউরোপে সবচেয়ে নাজুক অবস্থায় পড়া এ দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৯ জনে।

চীনের মূল ভূখণ্ড বাদ দিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪ জন মঙ্গলবার সুস্থ হয়ে উঠেছেন। আর ৮৭৭ জনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যাকেন্দ্রে।

নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার থেকে পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেয়া হয়। ফলে দেশটির সাড়ে ছয় কোটি মানুষ কার্যত অবরুদ্ধ দশার মধ্যে পড়ে।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360