ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাস আতংকে ইউরোপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের সঙ্গে কোনো যোগাযোগ বা পরামর্শ না করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ায় সমালোচনা করে ইউরোপ।
ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লেস মাইকেল এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এক যৌথ বিবৃতিতে বলেন, একতরফা ও পরামর্শ ছাড়া মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে ইউরোপীয় ইউনিয়ন। এ খবর জানিয়েছে তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু।
এতে তারা বলেন, করোনাভাইরাস বিশ্ব সংকট, এটি কোনো মহাদেশে সীমাবদ্ধ না এবং এর জন্য সাহায্য-সহযোগিতা প্রয়োজন।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার বন্ধে বুধবার ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি জানান, শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৩০ দিন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ স্থগিত থাকবে।
তবে কঠোর কিন্তু প্রয়োজনীয় এই নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের ওপর আরোপ করা হবে না বলে জানিয়েছেন তিনি। বিপুল পরিমাণ বাণিজ্য ও পণ্যসম্ভারের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ হবে বলে জানিয়েছেন তিনি।
সেরা নিউজ/আকিব