স্পোর্টস ডেস্ক:
গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। বিরূপ প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ইতিমধ্যে একাধিক ইভেন্ট বাতিল করা হয়েছে। অসংখ্য ম্যাচ স্থগিত করা রয়েছে।
এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচিতে অনুষ্ঠেয় ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পিসিবি। সিন্ধু সরকারের সঙ্গে আলোচনা করে এ সমঝোতায় পৌঁছেছেন তারা। সেই সঙ্গে ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেছে পাক বোর্ড।
পিসিবির এমন সিদ্ধান্তের ফলে শঙ্কায় পড়েছে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর। আগামী মাসে এ করাচিতেই স্বাগতিকদের বিপক্ষে একমাত্র ওয়ানডে এবং সিরিজের বাকি টেস্ট খেলবেন টাইগাররা।
করোনার বিস্তারের কারণে আগে থেকেই তৃতীয় দফায় বাংলাদেশের পাকিস্তান সফর ছিল দোলাচলে। এবার পিসিবির কঠোর সিদ্ধান্ত সফরটি নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিল।
করোনাভাইরাসের কারণে এরই মধ্যে করাচির স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেসব খোলা হবে না।
সেরা নিউজ/আকিব