বিনোদন ডেস্ক:
১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে দেখা গেলোনা কোন রোমান্স। তবে ভরপুর ছিলো পুলিশি অ্যাকশন আর থ্রিলারের জমজমাট আয়োজন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ এর টিজার। প্রথম ঝলকে দেখা গেছে, আরিফিন শুভ, তাসকিন, ঐশী, সাদিকা নাবিলা, সুমিত, মিশা সওদাগর, সুদীপকে দেখা গেলো।
বলা যায় ‘ঢাকা অ্যাটাক’-এর পর দ্বিতীয় প্রয়াস ‘মিশন এক্সট্রিম’। বৃহস্পতিবার সন্ধ্যায় টিজার প্রকাশের পরই যেনো হইচই পড়ে নেট দুনিয়ায়। ঢাকাই সিনেমা প্রেমিরা হুমড়ে পড়ে টিজারটি দেখতে। যা দেখতে অপেক্ষায় ছিলো এতোদিন।
পুলিশ অ্যাকশন আর থ্রিলারে ভরপুর ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে। যৌথভাবে ফয়সাল আহমেদ ও সানি সানোয়ার পরিচালিত ছবিটির টিজারে মিশন সফল করতে সবকিছু তছনছ করে দিতে দেখা গেছে শুভ ও তার দলকে। বাংলাদেশের শহর, বন জঙ্গল, নদী নয়, টিজারে পাওয়া গেছে দুবাইয়ের মরুভূমি, যেখানে মিশন নিয়ে ছুটতেছিলেন।
ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সানি সানোয়ার। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’-এ অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ফলজুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, মনোজ, ইরেশ যাকের, আরেফ সৈয়দ নাজমুস সাকিব।
এদিকে জানা গেছে একসঙ্গে দুই কিস্তি নির্মাণ করা হয়েছে ‘মিশন এক্সট্রিম’ এর। প্রথম কিস্তি ঈদুল ফিতরে এলেও পরের কিস্তি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেরা নিউজ/আকিব