আবহাওয়া ডেস্ক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে বিপাকে পড়েছে জেলার সর্বস্তরের মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে জেলার গৃহপালিত পশু-পাখি ও খেটে খাওয়া মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি। এরপর মঙ্গলবার তাপমাত্রা একই ছিল। তবে বুধবার তাপমাত্রা বেড়েছে।
সেরা নিউজ/আকিব