স্পোর্টস ডেস্কঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় লাহোর পৌছায় রিয়াদ বাহিনী। সফরকে ঘিরে নানান জনের নানা মত নিয়ে বেশ আলোচনা হলেও সফর শুরুতে পৌছেই পাকিস্তানিদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেল বাংলাদেশ।বিমান থেকে নামার পরই এমন অভ্যর্থনা পেয়ে অভিভূত বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।এ সময় দলের সঙ্গে ছিলেন নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসনও। ক্রিকেটার’রা জানান নিরাপত্তা শঙ্কা নয় বরং তাদের দৃষ্টি মাঠের পারফর্মেন্সই। অন্যদিকে দেশ ছাড়ার আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথাই জানিয়েছেন কোচ।
মিশন লাহোর, ব্যস্ততা সেজন্যই। কপালে হয়তো চিন্তার ভাজ তবুও মুখে তাদের স্মিত হাসি। দেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে আলোচিত-সমালোচিত সিরিজ বলে কথা। তিন দফার প্রথম ধাপে অবশেষে পাকিস্তানে জাতীয় দল।
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বিসিবিকে শতভাগ আশ্বস্ত করেছে পিসিবি। তাইতো সব ছাপিয়ে এখন দৃষ্টি ২২ গজের লড়াইয়ে।
তবে নিরাপত্তা নিয়ে আসলেই কি নিশ্চিত হওয়া গেছে পুরোপুরি! যেখানে প্রায়ই শোনা যায় গুলি আর গ্রেনেডের শব্দ, সেখানে নির্ভার হয়ে ক্রিকেট খেলাটা সম্ভব কতটুকু!
এ প্রসঙ্গে কোচ রাসেল ডমিঙ্গো বলেন, আমরা জিততেই পাকিস্তানে যাচ্ছি। এটা ছাড়া অন্য চিন্তা মাথায় আনার সুযোগ নেই। সিরিজটা চ্যালেঞ্জিং হলেও প্রত্যাশা জিতেই ফিরবো।
চার্টার্ড বিমানে ত্রিশোর্দ্ধ বহরে বিসিবির কয়েকজন পরিচালক ছাড়াও গিয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। বোর্ড সভাপতির যোগ দেয়ার কথা প্রথম টি-টোয়েন্টির আগেই। গাদ্দাফি স্টেডিয়ামে যা মাঠে গড়াবো শুক্রবার বিকেল ৩ টায়।