বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর কনের গায়ে হলুদ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর কনের গায়ে হলুদ - Shera TV
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর কনের গায়ে হলুদ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বর-কনের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর-কনের পরিবারের কারো উদ্যোগে নয়, বরং পুরো আয়োজনটি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরকম ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয় তথা রংপুর জেলা জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। কেউবা ইচ্ছা প্রকাশ করে বলছেন, তারাও পরিবারের সাড়া পেলে গায়ে হলুদের আয়োজন করবেন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ ব্যতিক্রমী গায়ে হলুদের আয়োজন করা হয়। এ সময় বরের সহপাঠীরা ছাড়াও বিভাগের সিনিয়র-জুনিয়রদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিয়ের বর রংপুরের বেরোবির লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সজল, কনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা জ্যোতি। পারিবারিকভাবেই ঠিক হওয়া এই বিয়ের আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হবে আগামী ২২ ফেব্রুয়ারি, বরের গ্রামের বাড়ি মহানগড়ীর মাহিগঞ্জে।

বরের বন্ধু তরিকুল ইসলাম পিয়াস বলেন, আগে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গায়ে হলুদ হলেও আজই আমাদের ক্যাম্পাসে প্রথম কারো গায়ে হলুদ। আমরা বন্ধুরা মিলে বন্ধুর বিয়ের মজা করার জন্য ক্যাম্পাসে এই হলুদের ব্যতিক্রমী আয়োজন করেছি। তাদের ভবিষ্যত দাম্পত্য জীবনের জন্য সবার শুভ-কামনা।

ব্যতিক্রমী আই আয়োজনের কথা জানতে চাইলে বর সজল বলেন, অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল ক্যাম্পাসে গায়ে হলুদ আয়োজন করার। বন্ধুরা আমার জন্য যে আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন সবাই।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360