জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবিকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) নাট্যকলা বিভাগের নব নিযুক্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবি সহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষকাবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
নবনিযুক্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবি বলেন, আমার বিভাগের সহকর্মী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করব এবং বিভাগের সকল ধরনের সমস্যা সমাধান করবো। উল্লেখ্য, নব নিযুক্ত চেয়ারম্যান শামস শাহরিয়ার কবি ২০১৩ সালের ডিসেম্বর মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে যোগদান করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।