জবি প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেক , আজকের এ দিনে আমি ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি সকল ভাষাশহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও নিরক্ষরতামুক্ত এবং আধুনিক ও উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাক অামাদের বাংলাদেশ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি তাইফুর রহমান তমাল, কার্যনির্বাহী সদস্য সুবর্ণ আসসাইফ, নোমান আল আবদুল্লাহ, আরমান হাসান, নাঈম মৃধা, আতিক সিয়াম, আলিমুল, মুজাহিদ বিল্লাহ, এমরান, মাহমুদ ফারাজি, ফেরদৌস হৃদয়।