বিনোদন ডেস্ক:
চলতি মাসের তৃতীয় সপ্তাহে দেশে ফিরতে যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন মমিন বিশ্বাস। তিনি জানান, দীর্ঘ চিকিৎসার পর এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। যেজন্য চলতি মাসেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
এ মাসের ১৮ কিংবা ২০ তারিখ দেশে ফিরতে পারেন বরেণ্য এই কণ্ঠশিল্পী। তবে এটাই চূড়ান্ত তারিখ নয়। ফেরার দিন-তারিখ চূড়ান্ত হবে চিকিৎকসদের পরামর্শ অনুযায়ী।
তিনি আরও জানান, চিকিৎসকরা হাসপাতাল থেকে এন্ড্রু কিশোরের ছুটির তারিখ জানাননি এখনও। তবে চিকিৎসকদের কথায় এটুকু বোঝা গেছে, সব কিছু ঠিক থাকলে মার্চ মাসের মাঝামাঝি হাসপাতাল থেকে তার ছুটি মিলতে পারে। সেক্ষেত্রে চলতি মাসের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা আছে।
পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এন্ড্রু কিশোর প্রায় পাঁচ মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর কয়েকটি সাইকেলে কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে। বর্তমানে এন্ড্রু কিশোর কিছুটা সুস্থ।
সেরা নিউজ/আকিব