জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিটি বিভাগের চেয়ারম্যান ও দুটি ইনস্টিটিউটের পরিচালককে স্ব স্ব বিভাগীয় সেমিনার ও লাইব্রেরীর জন্য এক হাজার বই হস্তান্তর করেন জবি উপাচার্য। বৃহস্পতিবার (১২ মার্চ ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কনফারেন্স রুমে বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকদের বই হস্তান্তর অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের চেয়ারম্যান, ২ টি ইনস্টিটিউটের পরিচালক এবং কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান এর নিকট মোট ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের প্রায় ১০০০(একহাজার) টি বই স্ব-স্ব বিভাগীয় সেমিনার লাইব্রেরি ও কেন্দ্রীয় লাইব্রেরির জন্য হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী মোঃ নাসির উদ্দীন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সহ লাইব্রেরির কর্মকর্তাবৃন্দ।