ইন্টারন্যাশনাল ডেস্ক:
সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিচার মঙ্গলবার রাজধানী খার্তুমে শুরু হয়েছে। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খবর-বিবিসির।
ইতিমধ্যে ৭৬ বয়সী এ প্রেসিডেন্ট দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন।
১৯৮৯ সালের ঘটনায় যদি দোষী প্রমাণিত হন, এই অভিযোগে তার মৃত্যুদণ্ড হতে পারে। ওমর আল বশির প্রায় ৩০ বছর সুদানের ক্ষমতায় ছিলেন। ২০১৯ সালে গণআন্দোলনের মুখে তার পতন ঘটে। ওই আন্দোলন ২০১৮ সালে শুরু হয়েছিল।
২০১৯ সালের ১১ এপ্রিল সুদানের গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সেনাবাহিনী উৎখাত ও গ্রেফতার করে। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী টিভিতে এক ঘোষণায় বলেন, একটি সামরিক কাউন্সিল দু’বছর মেয়াদের এক অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করবে এবং তার পর নতুন সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেরা নিউজ/আকিব