সেরা নিউজ ডেস্ক:
এবার মার্কিন বিজ্ঞানীরা জানালেন নির্বাচনের আগে ভ্যাকসিন আসার সম্ভাবনা নেই। তারা আরও বলেন ভ্যাকসিন নিয়ে রাজনীতির কোন সুযোগ নেই। এর আগে, আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মার্কিনিরা করোনার ভ্যাকসিন পাবেন বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন। এদিকে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রাথমিকভাবে রুশ ভ্যাকসিন স্পুটনিক ফাইভের ব্যবহারে সুরক্ষা ও প্রতিরোধ সংক্রান্ত তথ্য কম থাকায় বড় ধরনের সমীক্ষা চালানো সম্ভব হচ্ছে না ভারতে।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মার্কিনিরা করোনার একটি কার্যকর ভ্যাকসিন পাবেন বলে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন তা বাস্তবে সম্ভব হচ্ছে না। নির্বাচনের আগে ভ্যাকসিন আসার কোন সম্ভাবনা নেই বলে এবার জানালেন মার্কিন বিজ্ঞানীরা।
তারা বলেন, ভ্যাকসিন নিয়ে রাজনীতির কোন সুযোগ নেই। মার্কিন বিজ্ঞানীদের একটি জোট জানায় যতই রাজনৈতিক ঝামেলা থাকুক বিজ্ঞান তার নিজস্ব গতিতেই এগোবে। যুক্তরাষ্ট্রে চারটি ভ্যাকসিন শেষ ধাপের ট্রায়ালে আছে।
ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, আগামী বছরের মার্চের আগে তারা ভ্যাকসিন বাজারজাত করতে পারবে না। তাদের ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে তথ্য প্রকাশিত হয়েছে।
চীনেও শেষ ধাপের ট্রায়ালে আছে চারটি ভ্যাকসিন। ভ্যাকসিনগুলো নিরাপদ বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।
রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীসহ অন্তত ৫০ জনকে ইতোমধ্যে করোনার টিকা দেয়া হয়েছে।
ভারতে রুশ ভ্যাকসিন স্পুটনিক ফাইভের পরীক্ষামূলক অভিযান বাধাগ্রস্ত হয়েছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রাথমিকভাবে স্পুটনিক ফাইভের ব্যবহারে সুরক্ষা ও প্রতিরোধ সংক্রান্ত তথ্য কম থাকায় বড় ধরনের সমীক্ষা চালানো সম্ভব হচ্ছে না।
ভারতের সিরাম ইন্সটিটিউট অক্সফোর্ডের টিকা নিয়ে কাজ করছে। তারা ২০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সেরা নিউজ/আকিব