ডেস্ক রিপোর্ট:
ম্যানহাটনের গ্র্যান্ড আর্মি প্লাজায় ‘বিশ্বের বৃহত্তম মেনোরাহ’ তৈরি করা হয়েছিল লুবাভিচ ইয়ুথ অর্গানাইজেশন তারা ম্যানহাটনে প্রতিবছর বিশ্বের বৃহত্তম মেনোরাহ বলে যা তৈরি করে এবং আলো দেয়। পূর্ব ৫৯ তম রাস্তার গ্র্যান্ড আর্মি প্লাজায় ৩৬ ফুট লম্বা মেনোরাহ স্থাপনের পরে মঙ্গলবার সকালে সেরা টিভির উপস্থাপক ঘটনাস্থলে ছিল। জীবনের চেয়ে বৃহত্তর মেনোরাহটি বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বালানো হবে, হনুক্কার প্রথম রাতে চিহ্নিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেরা টিভি/আকিব