স্টাফ রিপোর্টার:
২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৭ মে, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু করা হবে ৮ মার্চ থেকে ৩১ মার্চ। টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ এপ্রিল। পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় লিখিত নম্বর ৪০ এবং এমসিকিউ ৬০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো পরীক্ষাই নির্ধারিত দিন সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
সেরা টিভি/আকিব